পশ্চিমে White supremist দের প্রবল প্রচারণা,
ইসলামী নিয়ন্ত্রিত জীবনযাপনের প্রতি ঘৃণা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কে সরকারগুলোর ক্রমাগত মিথ্যাচার- এসব দিন
দিন ইসলামোফোবিয়া বাড়াচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময় নির্বাচনী প্রচারণায়
একেবারে রাস্তায় প্রকাশ্যে ইসলাম ও মুসলিম নিয়ে বিষোদাগার করা হয়। যাতে শংকিত হয়ে
পরে ইয়াসির ক্বাদিদের মতো সেক্যুলার সমাজের সাথে মিশে যাওয়া মডারেট মুসলিমরাও।
ইসলামোফোবিয়া আসলে কী? ইসলামোফোবিয়া হলো
ইসলামের প্রতি আতংক।
সমস্যা হলো এটা নাইন ইলেভেনের পর মুসলিম আতংক থাকলেও এখন সেটা ইসলামবিদ্বেষ হয়ে দাঁড়িয়েছে যা ফ্র্যাংক গেফনির মতো লিডিং পজিশনের ইসলামোফোবরা গর্বের সাথে ঘোষণা করে।
আল জাজিরা- উদার সাংবাদিকতার জন্য বিখ্যাত এ সংবাদমাধ্যম
তুলনামূলক সত্য প্রকাশ করে। ইসলামোফোবিয়া নিয়ে তাদের ইনভেস্টিগেশন - ISLAMOPHOBIA
INC. আপনাকে ইসলামোফোবিয়ার ধরণ, তাদের
সাংগঠিক স্ট্রাকচার ও কোথা থেকে নিয়ন্ত্রিত হয় তা ফুটে উঠেছে এখানে। মোটামুটি একটা
প্রাইমারি ধারণা পেয়ে যাবেন আশা করি।
এখনই ডাউনলোড করুন। ক্লিক করুন- এখানে।
0 Comments