জন্ম চট্টলায়, ২০০১ এ। যুগে যুগে 'নষ্ট', 'অবাধ্য', 'অসংযমী' খেতাবপ্রাপ্তদের উত্তরাধীকার। দুর্গন্ধেই জন্ম; বায়োগ্যাস, মৃতজীবিদের সাথেই অন্তিম সহাবস্থান। ১৪০০ বছরের বুড়ো আয়লানের 'দংশন' থেকে বাঁচার জন্য সিজিপিএ, সার্টিফিকেট- 'নেশাযুক্ত ড্রাগ' গ্রহণে মত্ত।
পিটিআই, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ হয়ে এখন নর্থ সাউথ ইউনিভার্সিটি। থিতু হয়ে ওঠা আর হলো না। অনেক সাঁতরিয়ে আজ কূলে ঠেকেছি।
0 Comments