Ad Code

Responsive Advertisement

ধর্ষণ ও শালীনতা

 Coco Chanel Quote: “Modesty is the highest elegance.”

 

 

তিনটি ছেলে কারে করে যাচ্ছে। পথিমধ্যে তাদের এক্সিডেন্ট হলো। দেশের সবার খুব কষ্ট হলো। প্রধানমন্ত্রী শোকবার্তা জানালে। প্রেস কনফারেন্সে সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করলো, "আপনি এ এক্সিডেন্টকে কীভাবে দেখছেন?"

 

প্রধানমন্ত্রী বললেন, "আসলে এ তিনজন ছেলে আমার ছেলের বয়েসী। তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। সামনে যেন এমন ঘটনা না হয় তাঁর জন্য ব্যবস্থা নিতে হবে। সবাইকে অবশ্য সিটবেল্ট পরার অভ্যাস করতে হবে। এভাবে রিস্ক কমবে। আর রেকলেস ড্রাইভারের ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।"

 

সবাই তাঁকে স্বাগত জানালো।

এবার একটু ভিন্নভাবে পড়া যাক।

 

এক মেয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে। পথিমধ্যে তাকে ধর্ষণ করা হলো। দেশের সবার খুব কষ্ট হলো। প্রধানমন্ত্রী শোকবার্তা জানালে। প্রেস কনফারেন্সে সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করলো, "আপনি এ ধর্ষণকে কীভাবে দেখছেন?"

 

প্রধানমন্ত্রী বললেন, "আসলে এ মেয়ে আমার মেয়ের বয়েসী। তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। সামনে যেন এমন ঘটনা না হয় তাঁর জন্য ব্যবস্থা নিতে হবে। সবাই মেয়েকে অবশ্য শালীন পোষাক পরার অভ্যাস করতে হবে। এভাবে রিস্ক কমবে। আর ধর্ষকদের ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।"

 

সে প্রধানমন্ত্রীকে দেশের সব সংবাদমাধ্যমে মিসোজিনিস্ট বলে ঘোষণা করা হলো। বলা হলো তিনি ভিক্টিম ব্লেইমিং করেছেন।

আইরনি লেভেল...

 

[ড্যানিয়েল হাক্বিকতজুর একটি লেখা থেকে অনুপ্রাণিত]

Post a Comment

0 Comments