নেটফ্লিক্সের 'A Suitable Boy' নামক মুভির মূল চরিত্র একটি হিন্দু মেয়ে ও একজন মুসলিম ছেলে। মুভিটা তাদের রোমান্স নিয়ে। কাহিনীর এক পর্যায়ে তারা মন্দিরের ভেতরে স্নোগিং বা ফ্রেন্স কিস করে। উপমহাদেশের পার্স্পেক্টিভে এ ধরণের কোনো সিন এমনিতেই সাধারণ না। তার উপর ভারতের মতো কট্টর হিন্দু রাষ্ট্রে হিন্দু-মুসলিম প্রেম এবং মন্দিরের ভেতর এসব করার মতো ব্লাসফেমাস কাজ স্বাভাবিকভাবে হিন্দুদেরকে উষ্কে দেবে তা বলাই বাহুল্য। হয়েছেও তাই। নেটফ্লিক্স বয়কটের ডাক দিয়েছে সাধারণ হিন্দুরা।
সাধারণ হিন্দুদের রাগ-ক্ষোভের দুটো কারণ আছে।
১. মন্দিরে এমন কাজ, হিন্দু-মুসলিম আন্তসম্পর্ক। অর্থাৎ নিতান্তই ধর্মীয় প্রতিবাদ। এ পয়েন্টে আমরা পুরোপুরি সমর্থন করি হিন্দুদেরকে। বিরাট হিন্দু জনগোষ্ঠীর একটি দেশে মন্দিরের মতো স্থানে এমন কাজ নিতান্তই ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। আজ স্নোগিং, কাল আসবে ইন্টারকোর্স। হিন্দু জনসাধারণকে অবশ্যই বিষয়টি নিয়ে সোচ্চার হতে হবে।
কোনো একটি দেশের মানুষ না চাইতেই পারে যে তাদের দেশের মেয়েরা অন্য মেয়েকে, বা অন্য আদর্শ বা ধর্মের ছেলেকে, কোনো কুকুর-বিড়ালকে বিয়ে করবে না। এটা তাদের মোরাল স্ট্যান্স। এমন লিবারেল চিন্তাচেতনা এ উপমহাদেশে আমদানি করা যদি সাংস্কৃতিক আগ্রাসন না হয় তাহলে কোনটা সাংস্কৃতিক আগ্রাসন তা আমার জানা নেই। অন্য আদর্শের কাউকে বিয়ে করা লিবারেলরাও যে মেনে নেয় না তার প্রমাণ ফাতিমা। এক আইসিস যোদ্ধাকে বিয়ে করার কারণে দেশে ফেরা নিয়ে তাকে এখনো লড়াই করতে হচ্ছে।
লিবারেলদের ধর্মকে সম্মান দেওয়ার মুখোশও এখানে ছিটকে পড়েছে। মন্দিরে এমন কাজ করানোটা সত্যিকার অর্থে কী প্রমাণ করে? হিন্দুধর্মের সমালোচনা আসলে সরাসরি আসুক। ধর্মীয় সহিষ্ণুতার চেহারা দিয়ে না আসুক।
২. লাভ জি-হা-দের মিথ। লাভ জি-হা-দ মানে হলো অনেক হিন্দু মনে করে মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদেরকে পটিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে ধর্ম ছাড়া করার জন্য। লিবারেল টোপ কীভাবে একটি মূর্খ জনগোষ্ঠির উপর কাজ করে তাঁর একটা উৎকৃষ্ট প্রমাণ হতে পারে।
ইসলামে মুশরিক নারী বিয়ে করা কঠোরভাবে নিষিদ্ধ। তাদের বিয়ে ইসলামী শারীয়াহয় বিয়ে বলে গণ্য হয় না। তাদের সকল মেলামেশাকে যিনা হিসেবে গণ্য করা হয়, তাদের সন্তান হয় বাস্টার্ড। আল্লাহর কিতাব এবং আল্লাহর প্রতি কিঞ্চিৎ ভালোবাসা, শ্রদ্ধা আছে এমন মুসলিম ছেলে কোনোভাবেই মুশরিক কাউকে বিয়ে করবে না এটা মোটামুটি নিশ্চিত। আর বিয়ের জন্য ইসলাম গ্রহণ করানোর কোনো ভিত্তি ইসলামে নেই এটা মুসলিম মাত্রই বোঝে।
তাহলে হয় সরাসরি হিন্দুই বিয়ে করছে, অথবা মুসলিম বানিয়ে বিয়ে করছে। প্রথমটিতে আল্লাহর আইন লঙ্ঘন ও যিনার অপরাধ। এ আলোচনার পরে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে যারা হিন্দু বিয়ে করছে তাদের এমনিতেই আল্লাহর উপর খুব একটা ঈমান নেই। আর দ্বিতীয় পয়েন্টে মেয়েকে ফ্রি উইল দেওয়া হয়েছে, সেখানে আপত্তি থাকার কথা না সেখানে।
অর্থাৎ মুসলিমদের কোনো চক্রান্তে এমন হচ্ছে কিনা তা নিয়ে ভীত হয়ে ওঠার কোনো কারণ নেই হিন্দুদের। তাদের ভয় করা উচিত লিবারেলিজমকে। কোন ধরণের ছেলে-মেয়েরা আন্তধর্মীয় বিয়ে করছে? 'ভালোবাসা কোনো বাঁধা মানে না', 'সবার উপরে মানুষ সত্য' স্লোগান দেওয়া ছেলে-মেয়েরা। স্পষ্টতই তাদের দ্বীন, ধর্ম নিয়ে কোনো চিন্তা নেই। মূলত হিন্দু মেয়েদেরকে যারা ধর্ম থেকে দূরে সরিয়ে নিচ্ছে তারা হলো লিবারেল। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটাকে 'লাভ জি-হা-দ' না বলে, 'লাভ ইন্টারভেনশন' বলা যায় [হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশনের পরিবর্তিত রূপ]
লিবারেলিজম কোনো ধর্মকে স্বাধীনতা দেয় না, বরং সব ধর্ম, সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সোচ্চার হওয়া উচিত সবারই। সবারই লিবারেলিজমের করাল গ্রাস থেকে নিজের সংস্কৃতি এবং ধর্মকে বাঁচানোর চেষ্টা করা উচিত।
0 Comments